১. প্রথমে হোস্টার হাউজ ক্লাইন্ট পোর্টাল লগইন করুন।
২. এরপর Domains মেনু থেকে My Domains এ ক্লিক করুন এরপর আপনার ডোমেইন লিস্ট চলে আসবে, এরপর আপনি যে ডোমেইনের Nameservers চেঞ্জ করতে চান , সেই ডোমেইন পাশে Manage বাটন আছে সেখানে ক্লিক করুন
৩. এরপর উক্ত ডোমেইনের কন্ট্রোল অপশন চলে আসবে এখানে থেকে আপনি “Nameservers” অপশনে ক্লিক করুন এরপর Use Custom Nameserver (enter below) টিক দিন এরপর Nameserver 1 এ আপনি আপনার নেমসার্ভারটি বসিয়ে দিন এরপর Nameserver 2 এ আপনি আপনি আপনার নেমসার্ভারটি বসিয়ে দিন, যদি আরো থাকে তাহল বাকি ঘরে একই ভাবে বসিয়ে দিন, এরপর “Save” ক্লিক করুন এরপর ৫ মিনিট থেকে ৪৮ ঘন্টার মধ্যে Nameserver আপডেট হয়ে যাবে
নেমসার্ভারটি আপডেট হয়েছে কিনা এখানে চেক করুন Click Here